রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মিঠাপুকুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এক সপ্তাহ আগে কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের এক প্রসূতি মেডিক্যাল চেকআপ করাতে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় সিনিয়র স্টাফ নার্সে দুলালী বেগম তাকে জানান, প্রসব বেদনা উঠলে যেন সরাসরি তার সাথে যোগাযোগ করা হয়। পরে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রসূতির প্রসব বেদনা শুরু হলে স্বজনরা দুলালী বেগমের কাছে যায়। পরে দায়িত্বে থাকা এই নার্স নরমাল ডেলিভারির কথা বলে কৌশলে রোগীকে তার নিজ বাসায় নিয়ে যান।
সেখানে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগীর স্বামী রিয়াজুল ইসলাম বলেন, ‘আমি জানতাম দুলালী বেগম আগে থেকেই এসব কাজ করেন। তাই আমি তার সাথে যোগাযোগ করে তার বাড়িতে নিয়ে যাই। কিন্তু আমার বাচ্চার মৃত্যুর বিষয়টি মানতে পারছি না। নার্স দুলালী বেগমের অবহেলা আর ভুল চিকিৎসা কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যা ভালো মনে করবে তাই যেন করে।’
স্থানীয়রা জানায়, এর আগেও নার্স দুলালী বেগমের বিরুদ্ধে নিজ বাসায় অবৈধ গর্ভপাত ও ঝুঁকিপূর্ণ ডেলিভারি করানোর অভিযোগ রয়েছে।
অভিযুক্ত নার্স দুলালী বেগম বলেন, ‘সে আমার আত্মীয়, তাই আমি ডেলিভারি করেছি। বাচ্চাটি পেটেই মারা গেছে।’
তবে বাসায় ডেলিভারি করানো আইনসঙ্গত কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। দুলালী বেগম একজন সিনিয়র নার্স এবং আমাদের স্টাফ। তবে তার দায়িত্ব ডায়াবেটিস রোগীদের সেবা দেয়া। প্রসূতিদের সেবা দেয়া তার কাজ নয়। তিনি বাসায় এমন কর্মকাণ্ডে লিপ্ত আছেন- এ বিষয়েও শুনেছি। এটি ঝুঁকিপূর্ণ একটি কাজ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।