ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্র-জনতার ব্যানারে পৌর ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মনি ইফতি, আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।



