বুড়িচংয়ে সামাজিক উন্নয়নে অবদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা

সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দেয়া হয়েছে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
নয়া দিগন্ত

কুমিল্লায় সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা উচ্চ বিদ্যালয় ও গ্রামবাসীর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা আজিম উদ্দিন নাঈমের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি একলাছ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আজিম উদ্দিন নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়া, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির সদস্য সচিব মো: কামাল হোসেন ভুইয়া, আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।