কাউখালীতে রোকেয়া দিবসে পুরস্কার পেলেন পাঁচ জয়িতা নারী

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই স্লোগানকে নিয়ে অদম্য নারী পুরস্কার ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দেয়া হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালীতে রোকেয়া দিবসে পুরস্কার পেলেন পাঁচ জয়িতা নারী
কাউখালীতে রোকেয়া দিবসে পুরস্কার পেলেন পাঁচ জয়িতা নারী |নয়া দিগন্ত

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই স্লোগানকে নিয়ে অদম্য নারী পুরস্কার ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দেয়া হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এস আই দীপক বালা, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

এ সময় সনদ প্রাপ্ত নারীরা তাদের জীবনের গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।

আলোচনা শেষে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সনদপ্রাপ্ত নারীরা হলেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউপি সদস্য আকলিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন শামীমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী খাদিজা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নিলুফা ইয়াসমিন ও সফল জননী নারী হলেন সাজেদা খানম।