খুলনায় নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও শুভেচ্ছা

নয়া দিগন্ত পেশাদারিত্ব বজায় রেখে বিগত স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সাথে দেশের জন্য কাজ করেছে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় নয়া দিগন্তের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা
খুলনায় নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা |নয়া দিগন্ত

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার খুলনা প্রেসক্লাবে খুলনা ব্যুরোর উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো: ফিরোজ শাহ।

অতিথিরা বলেন, নয়া দিগন্ত পেশাদারিত্ব বজায় রেখে বিগত স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সাথে দেশের জন্য কাজ করেছে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় নয়া দিগন্তের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান, আঞ্চলিক তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবির, খুলনা সরকারি বিএল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবদুর রাজ্জাক, ড. আবদুল্লাহ আল-মিজান, জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, বিএনপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যান শেখ আশরাফ-উজ-জামান, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, সিনিয়র সাংবাদিক রাশিদুল ইসলাম, এমইউজে খুলনার ট্রেজারার আবদুর রাজ্জাক রানা ও অ্যাডভোকেট জাকির হোসেন, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও রিপোর্টার শামসুদ্দিন দোহার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা, ডক্টরস পয়েন্টসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তারা শুভেচ্ছা জানান।