সিলেটে ব্যাটারিচালিত রিকশাকাণ্ডে এবার ৩ ছাত্র ইউনিয়ন নেতা আটক

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ব্যাটারিচালিত রিকশা কাণ্ডে এবার ৩ ছাত্র ইউনিয়ন নেতা আটক
ব্যাটারিচালিত রিকশা কাণ্ডে এবার ৩ ছাত্র ইউনিয়ন নেতা আটক |নয়া দিগন্ত

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনকে জিরো টলারেন্স হিসেবে দেখছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আন্দোলন দমনে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এবার আন্দোলনে নেতাকর্মীদের গণগ্রেফতার ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে নগরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সংগঠক মো: জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে সংগঠক ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এসএমপি‘র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ বড়বাজার এলাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। এর আগে সিপিবি নেতা সুমনকে বাসা থেকে আটক করা হয়।

সম্প্রতি সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনে দীর্ঘ সময় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পুলিশ জানিয়েছে, এ আন্দোলনের সাথে বাসদ ও সিপিবি’র কয়েকজন সংগঠক সক্রিয়ভাবে জড়িত ছিলেন।