বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাবেক এমপি, মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ডা: এ কে এম কামারুজ্জামান (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার স্ত্রী, তিন ছেলে ও দু’ মেয়ে রয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ আসর কুমিল্লার নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ভাতিজা এ কে এম মনিরুজ্জামান খাঁন।
ডা: এ কে এম কামরুজ্জামানের মৃত্যুতে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন মহল শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
ডা: এ কে এম কামারুজ্জামান ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি দলীয় এমপি হিসেবে নাঙ্গলকোটে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। এছাড়া এলাকায় মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ সেবাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় শিক্ষা বিস্তার এবং মানবসেবায় ব্যাপক অবদান রাখেন। একজন সৎ রাজনীতিবিদ হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে।
ডা: এ কে এম কামারুজ্জামান নাঙ্গলকোট উপজেলা সদরে তার দাদা আরিফুর রহমানের নামে এ আর সরকারি উচ্চ বিদ্যালয়, বাবা হাসানুজ্জামানের নামে হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ, তার মা জামিলার নামে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, দাদী মনোয়ারা মাহমুদার নামে মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা, বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য নাঙ্গলকোট বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এছাড়া ডা: জামান‘স কিন্ডারগার্টেন, জামান‘স ক্লিনিক ও মাইডার হোমস (মানসিক রোগ নিরাময় ও মাদকাসক্ত কেন্দ্র), বায়তুস সালাম এতিমখানা, নাঙ্গলকোট বৃদ্ধসেবা কেন্দ্র, রওশন রফিক একাডেমি, হাছান জামিলা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং ঢাকার ধানমন্ডিতেও জামান‘স ক্লিনিক প্রতিষ্ঠা করেন।