আশুলিয়ায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঢাকার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রথমবারের মতো বৃহৎ আকারে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Location :

Savar
আশুলিয়ায় কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে প্রতিযোগীরা
আশুলিয়ায় কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে প্রতিযোগীরা |নয়া দিগন্ত

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

ঢাকার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রথমবারের মতো বৃহৎ আকারে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী তানজিম হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করে জামিয়া নূরিয়া মাদরাসার শিক্ষার্থী মো: হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী হোসাইন আহমাদ।

প্রথম বিজয়ীকে একটি ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে একটি বাই সাইকেল, তৃতীয় বিজয়ীকে একটি সেলাই মেশিন উপহার হিসেবে দেয়া হয়। বাকি সাতজনকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।

ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র যুগ্ম-সদস্য সচিব ফয়সাল মাহামুদ শান্ত, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্য এবং আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসার প্রধানরা।

সভাপতি ইসরাফিল হোসেন বলেন, এধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে নিজেকে ধন্য করছি। আশুলিয়াতে এটাই বৃহৎ আকারে প্রথম কুরআন তেলওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। প্রতি বছর এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে কলরব শিল্পী গোষ্ঠী, আন নাশিদ শিল্পী গোষ্ঠী ও মানজিল শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।