সিলেটে অপারেশন ডেভিলহান্ট, গ্রেফতার ৬

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় ডেভিলকে গ্রেফতার করে পুলিশ।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ অভিযানে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএমপির মিডিয়া উইং জানায়, অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর অংশ হিসেবে রোববার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় ডেভিলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়স্তরাইল আবাসিক এলাকার ইসহাক মিয়ার ছেলে তায়েফ আহমদ (৩৬), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মিটু মিয়ার ছেলে মো: ফেরদৌস রহমান (২৩), সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার সোনাতলা গ্রামের খুরশিদ আলীর ছেলে তানজির আলী (৩৫), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জাহানপুর গ্রামের সাজিদ আলীর ছেলে আবিদুর রহমান আবিল (৪৬), নগরীর নোয়াগাও সাদিপুর এলাকার আনছার আলীর ছেলে মুমিনুল ইসলাম মুমিন (৩৫) ও নগরীর মেন্দিবাগ এলাকার তাজ উদ্দিনের ছেলে মো: তুহেল আহমেদ (৩৩)।

গ্রেফতাররা সবাই কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতা।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার দুপুরে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিরা বিস্ফোরক উপাদান আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্দিদ্ধ আসামি। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।