ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন সিলেট বিভাগে নারী ভোটারের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এ বৃদ্ধির ফলে স্থানীয় ও জাতীয় নির্বাচনে মহিলাদের ভোটের প্রভাব আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিলেট বিভাগের চার জেলায় মোট ভোটার সংখ্যা ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ এবং মহিলা ভোটার ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।
বিশেষভাবে লক্ষ্য করা যায়, পুরুষ ভোটারের সংখ্যা আগের মতোই স্থিতিশীল থাকলেও মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে।
এছাড়া সুনামগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩। যার মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ ও হিজড়া ভোটার ৩৩ জন।
মৌলভীবাজারে মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৯ হাজার ৮১৩, মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ ও হিজড়া ভোটার ৮ জন।
এদিকে হবিগঞ্জে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯। যেখানে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ ও হিজড়া ভোটার ২৮ জন।



