নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের উপজেলা সভাপতি ওহিদুর রহমান শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পৌর শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০২৩ সালে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির একটি শান্তি সমাবেশের প্রস্তুতি কালে কৈগ্রামে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে ২০২৪ সালে ৩ সেপ্টেম্বর সিংড়া থানায় একটি মামলা করে স্থানীয় বিএনপি। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আসামি রয়েছেন। ওই মামলায় ওহিদুর রহমান শেখকে গ্রেফতার দেখানো হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



