যশোরে জুলাই আন্দোলনে আহত গেজেটভুক্ত ‘সি’ গ্রুপের ৬৬ জনকে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনে যারা জীবনবাজি রেখে অংশ নিয়েছিলেন, তাদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। এই অনুদান সেই দায়িত্ববদ্ধতারই অংশ।’
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।