বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার গ্রাহকদের উদ্যোগে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ ও ব্যাংকের টাকা লুটপাটকারী এস আলম গ্রুপের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ শহরের ২ নম্বর খলিফাপট্টিস্থ ইসলামী ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যাংকের শতাধিক গ্রাহক, ব্যবসায়ী, ছাত্র ও সুধীজন অংশ নেন।
ব্যাংকের গ্রাহক ও সিরাজগঞ্জ চেম্বারের সাবেক ভাইসপ্রেসিডেন্ট বিশিষ্ট সার ব্যবসয়ী এম রেজাউল করিম রঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আব্দুল কুদ্দুস, অধ্যাপক ইকবাল হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম রইসী, শ্রমিক কল্যাণ নেতা আব্দুর রশিদ, আবু তালহা, আব্বাস আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে এস আলম গ্রুপকে আইনের আওতায় এনে বিচার করা এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয় করে সাধারণ গ্রাহকদের ভোগান্তি দূর করার দাবি জানান।
একইসাথে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক উৎকোচের মাধ্যমে পরীক্ষাবিহীন অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি জানানো হয়।