হবিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, হত্যার মূলহোতা গ্রেফতার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Nabiganj
হবিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, হত্যার মূলহোতা গ্রেফতার
হবিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, হত্যার মূলহোতা গ্রেফতার |নয়া দিগন্ত

হবিগঞ্জের নবীগঞ্জে ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মূলহোতা হিসেবে চিহ্নিত মো: আব্দুল আউয়ালকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় নিখোঁজ হন ভিকটিম। পরে ২২ আগস্ট দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হাছানখালী খালের কালভার্টের নিচে পানিতে তার লাশ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, প্যান্টের কোমরের কালো বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে পানিতে ফেলে রাখা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পিতা নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা চালায়।

সূত্র আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র‍্যাব-১১ (সিপিসি-১) যৌথভাবে অভিযান চালিয়ে ৬ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকা থেকে মামলার মূল আসামি আব্দুল আউয়ালকে গ্রেফতার করে।

গ্রেফতার আউয়াল নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের লেচু মিয়ার ছেলে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।