ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘দেশে ন্যায়, ইনসাফ, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। মানুষের অধিকার রক্ষায়, দুর্নীতি-অনৈতিকতা দূর করতে এবং প্রকৃত কল্যাণের রাষ্ট্র গঠনে ইসলামের বিকল্প নেই।’
রোববার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর ৪৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে সাদিয়া কমিউনিটি সেন্টারে তিনি এ কথা বলেন।
টঙ্গী পূর্ব থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলন–২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, ‘এ দেশের মানুষ পরিবর্তন চায়। তারা আল্লাহভীরু, দেশপ্রেমিক নেতৃত্ব চায়। ইসলামী আন্দোলনই সেই কাফেলা, যারা দেশকে ঈমান-আমল ও ন্যায়ের পথে পরিচালিত করতে সক্ষম ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে এদেশে ইসলামের জন্য যে উর্বরতা তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগ কাজে লাগাতে না পারি তাহলে আগামী প্রজন্ম ইতিহাসের পাতায় আমাদের নামে কলঙ্কজনক ইতিহাস লিখবে।’
সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা এম এ হানিফ সরকার বলেন, ‘সুশাসন ও নৈতিক সমাজ গড়তে আমাদের প্রতিটি ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষ এখন বিশ্বাসের রাজনীতি চায়।’
তিনি বলেন, ‘ইউনিট পর্যায়ের কর্মীরাই মূল শক্তি। তাদের সচেতনতা, ত্যাগ ও দায়িত্বশীলতা ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গী পূর্ব থানার সভাপতি মো: জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আনিছুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি এম রুহুল আমীন, গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মাদ ফাইজ উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, মুফতি হুসাইন আহমদ, মুফতি ফরহাদুল ইসলাম, এইচ এম সাইদুর রহমান, শেখ মুহাম্মাদ জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সৎ ও আদর্শভিত্তিক রাজনীতির এক শক্ত ভিত্তি। ইসলামের ন্যায়ের বাণী, মানবিক সমাজ গঠন ও জনগণের সেবাকে সামনে রেখে এই সংগঠন এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। এসময় সম্মেলনকে ঘিরে কর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনারতা লক্ষ্য করা যায়।



