চবি শিবিরের নতুন সভাপতি ভিপি রনি, সেক্রেটারি পারভেজ

চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে জরুরি সদস্য সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য তারা নির্বাচিত হন।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
চবি শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারি
চবি শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারি |সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো: ইব্রাহিম হোসেন রনি। সেক্রেটারি হয়েছেন একই শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।

চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে জরুরি সদস্য সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য তারা নির্বাচিত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো: ইসহাক ভূঁইয়া।

সদস্য সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী ও এস এম আমজাদ হোসাইন প্রমুখ।

এর আগে ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং মোহাম্মদ পারভেজ চবি শাখা ছাত্রশিবিরের দায়িত্বে ছিলেন।