মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।
রোববার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রবিন (২২) হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে, জয় (২৩) বরইচারা গ্রামের প্রতাসের ছেলে এবং সাজিম (২৩) কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে। এরা মাগুরা হোসেইন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় জনতার উদ্ধৃতি দিয়ে মাগুরা হাইওয়ে ও সদর থানা পুলিশ জানান, রোববার বিকেলে মাগুরা সদর উপজেলার পৌর এলাকার মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিন ও সাজিম নিহত হন। গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেল চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতদের লাশগুলো মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।পুলিশ বাসটিকে আটক করেছে।