সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় হরতাল-অবরোধ ঘোষণা

রোববার সকাল-সন্ধ্যা হরতালের আওতায় দোকানপাট বন্ধ থাকবে এবং সড়ক ও নৌ-পথে অবরোধ চলবে। তবে জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

এসএম আলাউদ্দিন, পাবনা

Location :

Pabna
মো: ফজলুর রহমান ফকির
মো: ফজলুর রহমান ফকির |নয়া দিগন্ত

পাবনা-৬৮/১ (বেড়া আংশিক–সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌ-পথ অবরোধের ঘোষণা দিয়েছে বেড়া সর্বদলীয় সংগ্রাম কমিটি।

আজ শনিবার সকাল ১০টায় সান্যালপাড়া পুরাতন চাল মিল অফিস চত্বরে ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সংগ্রাম কমিটির আহ্বায়ক মো: ফজলুর রহমান ফকির জানান, ‘রোববার সকাল-সন্ধ্যা হরতালের আওতায় দোকানপাট বন্ধ থাকবে এবং সড়ক ও নৌ-পথে অবরোধ চলবে।’ তবে জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আকছেদ আলী, সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বানিক সমিতির প্রতিনিধি মো: নজরুল ইসলাম, বৃশালিখা গ্রোথ সেন্টারের সভাপতি হাজী ইকবাল, রিকশাভ্যান সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, সিআ্যান্ডবি চতুহাট বানিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, নাকালিয়া বনিক সমিতির সভাপতি চাঁদ প্রামানিক, বেড়া পৌর শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন জাহিদসহ উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।