জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আপিল বিভাগ থেকে বেকসুর খালাস দেয়ায় তাৎক্ষণিক দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামী।
মঙ্গলবার (২৭ মে) বাদ জোহর কেরানীহাট বাযতুশ শরফ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় সভাপতির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুবউদ্দিন, সাবেক সাতকানিয়া উপজেলা আমির ডা: নুরুল হক, জেলা শূরা সদস্য ডাক্তার আব্দুল জলিল, এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, কেরানিহাট শাখা সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক প্রমুখ।