মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার সকাল থেকে নগরীর পাটগুদাম বাস টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাসসহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে।
সরেজমিনে বেলা ১১টায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে বাস টার্মিনালে যাত্রীদের সাথে বলে জানা গেছে, গত দু’দিন ধরে পরিবহন বন্ধ থাকায় ছুটিতে এসে তারা আটকা পড়েন। এ কারণে বাস চলাচল বন্ধ থাকায় যাওয়া সম্ভব হয়নি। তাই আজ সকাল থেকে বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।
যাত্রীরা আরো বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই মাঝেমধ্যে সড়ক-মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে মানুষের যে ভোগান্তি হয়, সেটি কেউ খেয়াল করে না। নিজেদের দাবি-দাওয়া আদায় করতে গণপরিবহন বন্ধ করে ইচ্ছে করেই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়। এসবের পুনরাবৃত্তি আমরা চাই না।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো নগরীর মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অন্যান্য বাসগুলোও চলছে। এতে সড়কে স্বস্তি ফিরেছে।
এর আগে, শুক্রবার বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জেরে পরদিন শনিবার ও রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যাগুলো পরে আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়।