বরগুনার বেতাগীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, সমাবেশসহ নানা কর্মসূচি উদযাপন করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
জানা যায়, এ দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা সকালে দলীয় কার্যালয়ে জতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে পৌর শহরে র্যালি বের করেন। র্যালি শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন। সভায় মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো: মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মো: মনির হোসেন লাভলু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো: মামুন পারভেজ আসাদ। এছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে একই সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান কবিরের নেতৃত্বে তার সমর্থিত নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পৌর শহরে একটি র্যালি বের করেন তারা। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, মো: শাহজাহান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান খান নান্না, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম পান্না, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি মো: ফারুক হোসেন খোকন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক যুবদল আহ্বায়ক মিজানুর রহমান ডব্লিউ।
সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বিএনপির আদর্শ তুলে ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



