মৌলভীবাজারে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে খেয়া পারাপারের সময় নৌকা থেকে পড়ে গিয়ে মছব্বির আহমদ (৩৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মনু নদীর পালপুর খেয়া ঘাটে।
নিখোঁজ মছব্বির সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মছব্বির তার বন্ধুর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মিরপুর গ্রামে বেড়াতে আসেন। রাত ১টার দিকে মছব্বিরের বড় ভাই আলালকে বন্ধুর বাড়ি থেকে ফোনে জানানো হয় তার ভাই বুধবার রাত ১১টার দিকে নৌকা নিয়ে পারাপারের সময় নদীতে পড়ে গেছেন।
ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, মছব্বির একই উপজেলার মিরপুর গ্রামে তার বন্ধুর বাড়িতে বিকেল বেলা বেড়াতে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে তাকে পুলিশ ও স্বজনরা খুঁজাখুঁজি করছে। এক পর্যায়ে ভাটির দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের রানীগঞ্জ পর্যন্ত যাওয়া হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
বিকেল ৪টার দিকে কথা হলে তার বড়ভাই আলাল মিয়া বলেন, ‘মছব্বির বুধবার বিকেলে তার বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। রাত ১টার দিকে তাকে ফোনে জানানো হয় মছব্বির মাঝি ছাড়া একাই নৌকা নিয়ে নদী পারাপারের সময় নদীর পানিতে ডুবে যায়। বিষয়টি আমরা মৌলভীবাজার থানায় লিখিতভাবে জানিয়েছি।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মছব্বির নিখোঁজ হওয়ার ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে খুব তৎপরতা চালাচ্ছি।’