প্লাস্টার ধসে সিলেট ওসমানী মেডিক্যালে কর্মচারী নিহত, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

ডিউটি শেষে চা খেতে ওসমানী মেডিক্যাল কলেজের পিডব্লিউডি ভবনের পরিত্যক্ত পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এ সময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্লাস্টার ধসে কর্মচারী নিহত
প্লাস্টার ধসে কর্মচারী নিহত |নয়া দিগন্ত

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় পানির ট্যাংকির ঢালাই ধসে পড়ে হাসপাতালে আউটসোর্সিংয়ে নিযুক্ত এক কর্মী নিহত হয়েছেন। তার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে হাসপাতালের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন সহকর্মীরা। একইসাথে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন আহমেদ (৩৯) মাগুরা জেলার শ্রীপুর থানার বিলনাথুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং ওসমানী হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ২টার দিকে ডিউটি শেষে চা খেতে ওসমানী মেডিক্যাল কলেজের পিডব্লিউডি ভবনের পরিত্যক্ত পানির ট্যাংকের নিচে একটি টং দোকানে যান সুমন। এ সময় পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওসমানী হাসপাতালের আউটসোর্সিং স্টাফরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। দুপুর ২টার দিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শেষে ৪টার দিকে ওসমানী হাসপাতালের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও তারা ঘণ্টাব্যাপী আটকে রাখেন। পরে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়।

আউটসোর্সিং কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা মেরামত বা সংস্কারের উদ্যোগ নেয়নি। এরই ফলশ্রুতিতে এ দুর্ঘটনায় একজন সহকর্মীর প্রাণহানি হলো। সুমন আহমেদের মৃত্যু দুর্ঘটনা নয়, অবহেলার কারণে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। দ্রুত তদন্তসাপেক্ষে দায়ীদের বিচারের আওতায় আনা এবং হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো সংস্কারের দাবি জানান তারা।

সুমনের মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুব আলম দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘ঘটনাটি মেডিক্যাল কলেজ এরিয়ায় ঘটেছে। মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।