একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন

‘একটি মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের কোর্ট চত্বরে দেখা যাচ্ছে।’

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Santhia
মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ
মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে সাঁথিয়া সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, ‘একটি মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের কোর্ট চত্বরে দেখা যাচ্ছে। তারা গুটিকয়েক লোক চায় না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। তবে আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, এ ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাঁই হবে না। সাঁথিয়া একক আসন নিয়ে ষড়যন্ত্র সাঁথিয়াবাসী মেনে নেবে না।’

এ সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান, ছাত্র প্রতিনিধি আসলাম খান, ছাত্র প্রতিনিধি আরিফ হোসেনসহ আরো অনেকে।