মহেশপুরে ১১৯ কোটি টাকার ভারতীয় মাদক ধ্বংস

বৃহস্পতিবার সকাল ১০টার সময় মহেশপুর ৫৮ বিজিবির সদর দফতরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবির।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
মহেশপুরে ভারতীয় মাদক ধ্বংস
মহেশপুরে ভারতীয় মাদক ধ্বংস |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদরদফতরের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের হাতে আটক ১১৯ কোটি টাকার ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় মহেশপুর ৫৮ বিজিবির সদর দফতরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবির।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব পিএসসি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ২৫ হাজার ৮১৩ বোতল মদ, ৩৮ হাজার ৯৮০ বোতল এলএসডি, ২৯ বোতল কোকেন, ৭৮ হাজার ৯৪০ কেজি, গাজা ১৩১ কেজি, হিরোইন ৩৬ দশমিক ৭৯১ কেজি, ক্রিস্টাল ম্যাথ আইস ৬ দশমিক ২৮৯ কেজি, ইয়াবা ৬৫ হাজার ৯৭৪টি, ট্যাপেনটাডোল ৩ হাজার ৭০টি, ভায়াগ্রা ট্যাবলেট ২১ হাজার ৩১৬টি, ভারতীয় ওষুধ ৯ হাজার ৮৪৫টি, বাংলাদেশী ওষুধ ৯ হাজার ৯৬০টি।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে উদ্ধার ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।