শহীদ হাদির মাগফিরাত কামনায় নীলফামারী জামায়াতের সভা ও দোয়া

শনিবারসকাল ১০টার দিকে জেলা জামায়াতের অফিসে এ আলোচনা সভা শুরু হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
শহীদ হাদির মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া
শহীদ হাদির মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা জামায়াতের অফিসে এ আলোচনা সভা শুরু হয়।

এ সময় আলোচনা সভায় জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম। সভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।

সভায় জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনান বলেন, ‘শহীদ হাদি একটি আন্দোলনের নাম নয় বরং সংগ্রামের নাম। তিনি তরুণদের প্রেরণা ও বাতিলের আতঙ্ক। হাদি অন্যায়ের সাথে কোনো আপস করেনি। তিনি শিখিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়। এ শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে। এছাড়া তিনি যে স্বাধীনতা এনে দিয়েছেন তা আমাদের রক্ষা করতে হবে।’

এদিকে আলোচনা সভা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।