ভূমিকম্পে কেঁপে উঠলো ঠাকুরগাঁও

আজ রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে এ মৃদু ভূমিকম্প হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প |ফাইল ছবি

ভূমিকম্পে কেঁপে উঠেছে ঠাকুরগাঁও। জেলার ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ মৃদু ভূমিকম্প হয়।

ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। ভূমিকম্পের গভীরতা এখনো নিরূপণ করা যায়নি।

ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন, ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।