সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় হাসান বাবু (২১) নামে এক বাংলাদেশী প্রবাসী যুবক নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাবু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।
বাবুর বাবা জামাল উদ্দিন জানান, উন্নত জীবনের আশায় চার বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমিয়েছিল তার ছেলে। সেখানে একটি কোম্পানিতে মালবাহী গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার দিন ভোরে গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌদি পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করেছে।
বাবুর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় তার এক সহকর্মী চালকের মাধ্যমে। তিনি জানান, বাবু দীর্ঘদিন ধরে জেদ্দায় কর্মরত ছিলেন এবং ঘটনার সময় কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
বাবুর মা ফাতেমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে আমাদের সুখের জন্য বিদেশে গিয়েছিল। সোমবার ভোরে সে মারা গেলেও দুপুরে তার সহকর্মীর ফোনে আমরা খবর পাই। আপনারা আমার বাবার লাশ এনে দিন, আমি তাকে একবার দেখতে চাই।’
বাবুর বাবা আরো জানান, লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



