লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ সড়কে চলাচল করে।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতাকর্মীরা
সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হলরুমে শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ সড়কে চলাচল করে। একইসাথে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহণের প্রধান মাধ্যম। তবে বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাক, যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। ঘটছে প্রাণহানিও। সরকারি অবহেলার কারণে লক্ষ্মীপুরবাসীর জন্য এ সড়ক ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই। জেলার মধ্যে কোনো রেলপথ বা আকাশপথও নেই। প্রায় ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসার পথ।

সম্মেলনে আরো জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে। এতে প্রস্তাবিত ব্যয় ধরা হয় প্রায় ২৬৬ কোটি টাকা। তবে এখনো প্রকল্পটি অনুমোদিত হয়নি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত তিন বছরে এ সড়কে ৫৯ জনের মৃত্যু ও অন্তত ৪০টি দুর্ঘটনা ঘটেছে। যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।