ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, বিএনপির প্রার্থী হাফিজকে তলব

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের বোরহানগঞ্জে জামায়াতের প্রার্থী ফজলুল করীমের নির্বাচনী প্রচারণায় ও কর্মীদের ওপর রক্তাক্ত হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Bhola
ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, বিএনপির প্রার্থী হাফিজকে তলব
ভোলায় জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, বিএনপির প্রার্থী হাফিজকে তলব |নয়া দিগন্ত

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের বোরহানগঞ্জে জামায়াতের প্রার্থী ফজলুল করীমের নির্বাচনী প্রচারণায় ও কর্মীদের ওপর রক্তাক্ত হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই ঘটনায় ভোলার সিভিল জজ মো: সুমন হোসেন সাক্ষরিত এক চিঠিতে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। একইসাথে পুলিশি তদন্তের নির্দেশনা দিয়েছেন।

অভিযোগের পেক্ষিতে হামলার বিবরণে জানা যায়, গত ২৫ ও ২৬ জানুয়ারি পৃথক দুটি স্থানে এই হামলার ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে বোরহানউদ্দিন বাজারের পক্ষিয়া ইউনিয়ন এলাকায়। সেখানে জামায়াতের প্রার্থীর সমর্থকরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করলে লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়। হামলায় নূর ইসলাম আলম নামে এক কর্মীর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ করেও ইট-পাটকেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

পরবর্তিতে রাত ৮টার দিকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এশার নামাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে মো: ওবায়দুল্লাহ নামে এক মসজিদের ইমামকে রড দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় থাকা হেলমেট ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। এ সময় হামলাকারীরা ১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভাঙচুর করে।

আহতদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াত প্রার্থীর পক্ষ থেকে ৩৩ জন নামীয় এবং আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ জানানো হয়।

নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) ১৯৭২ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত এমপি প্রার্থী মো: হাফিজ ইব্রাহিমকে একটি আনুষ্ঠানিক কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বেলা ১২টায় দৌলতখানস্থ সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি জরুরি ভিত্তিতে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জামায়াত প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার ভিডিও ও স্থির চিত্র প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে যা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে এলাকায় অন্যান্য দলের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটি এ বিষয়ে অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দফতরে পাঠানো হয়েছে।