বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে জোয়ারার বিলের মধ্যে তার রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পায় পরিবার।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
নিহত মুসা মিয়া
নিহত মুসা মিয়া |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) রাতে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মুসা মিয়া হোসেনপুর গ্রামের মরহুম মাহমুদ আলীর ছেলে এবং ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, মুসা মিয়া পেশায় ড্রেজার চালাতেন। শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে জোয়ারার বিলের মধ্যে তার লাশ পড়ে থাকার খবর পায় পরিবার। পরে পুলিশকে খবর দিলে রক্তাক্ত গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

ঘটনায় নিহতের পরিবার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, ‘নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’