বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য, বগুড়া জেলা শাখার সাবেক নায়েবে আমির, কাহালু উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদে সম্ভাব্য প্রার্থী মরহুম অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর জানাজা ও দাফনে নামে সর্বস্তরের মানুষের ঢল।
সোমবার (২ জুন) সকাল ৯টায় কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার আগে সমাবেশে বক্তব্য দেন ও ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর আমির অধ্যক্ষ আবেদুর রহমান সোহেল, জয়পুর হাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর রহমান, বগুড়া জেলা নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শহর শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোফাজ্জল হক, মাওলানা মমতাজ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পশ্চিম শাখা) সভাপতি সাইয্যেদ কুতুব শাব্বির, কাহালু উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস শাহীদ খান, সেক্রেটারি শহীদুর রহমান সবুজ, মরহুমের ছেলে জামায়াত নেতা মাওলানা আবু দাউদ, জামাতা ব্যাংকার মতিউর রহমান প্রমুখ।
উত্তর জনপদের হাজারো আলেমের ওস্তাদ ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ মরহুমের জানাজার নামাজ ও দাফনে জামায়াত-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। পরে মরহুমে লাশ কাহালু উপজেলার গুড়বিশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত ১ জুন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।