দৌলতপুরে সরকারি উদ্যোগে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ক্ষতিগ্রস্ত ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, বানভাসী মানুষের কাছে সঠিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা দরকার।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
দৌলতপুরে সরকারি উদ্যোগে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে
দৌলতপুরে সরকারি উদ্যোগে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে |ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে বন্যার পানিতে প্লাবিত চিলমারী ইউনিয়নের কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বন্যায় ক্ষতিগ্রস্ত চিলমারী ইউনিয়নের বিভিন্ন জায়গায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল, শুকনো খাবার চিড়া, মুড়ি, চিনি ও ওষুধ সামগ্রী বিতরণ করেন।

অতি বন্যার কারণে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মানিকের চর, রহিম সিকদারের ঘাট, বাজুমারা চর ও উদয়নগর চরে বানভাসী ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় বিভিন্ন জায়গায় নারী, পুরুষ ও শিশু কিশোররা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে ছুটে আসেন। সাহায্যপ্রার্থীর চেয়ে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী অপ্রতুল হওয়ায় অনেককে নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ত্রাণ বিতরণকালে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম, মেহের সিকদার, রহিম সিকদার ও মহিলা মেম্বার, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী বলেন, ১০ টন চাল ও শুকনো খাবার- চিড়া মুড়ি চিনি ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আগামীকাল এই ইউনিয়নের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে একই ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

তিনি আরো জানান, বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, বানভাসী মানুষের কাছে সঠিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা দরকার।