বঙ্গোপসাগরে লঘুচাপ : পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত বহাল

নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে এবং বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে।

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
সমুদ্রগামী মাছ ধরার ট্রলার
সমুদ্রগামী মাছ ধরার ট্রলার |নয়া দিগন্ত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর প্রভাব পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীসহ আশপাশের অঞ্চলে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে এবং বাতাসের চাপও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চারটি সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ও নৌ-যানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য দেশের সাতটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।