নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও মারধরের অভিযোগে স্বামী কাশিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
আজ বুধবার র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কাশিম উদ্দিন সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মরহুম হুসেন আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে ইসলামী শরীয়া মোতাবেক শাকিলা খাতুন ওরফে শরিফার (২৯) সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের দাবিতে স্ত্রীকে নিয়মিত নির্যাতন ও মারধর করে আসছিলেন। গত ১০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে শাকিলা খাতুনকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত স্টিলের ধারালো পাট্রা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন কাশিম উদ্দিন। পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা শেষে সিংড়া থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান অভিযুক্তের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।