গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক স্ত্রী খুন

গাজীপুরের গাছা থানা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সোহেলা খাতুন (৪২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী খুন
গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী খুন |নয়া দিগন্ত

গাজীপুরের গাছা থানা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সোহেলা খাতুন (৪২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গাছার মালেকেরবাড়ীর পশ্চিম পাশের শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলা খাতুন শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং গার্মেন্টস কর্মী ছিলেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহতের স্বামী মো: কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। কয়েক দিন আগে সোহেলা তার স্বামীকে ডিভোর্স দেন। এই ক্ষোভ থেকে শুক্রবার বিকেলে কালু শেখ রাস্তায় একা পেয়ে স্ত্রী সোহেলার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।