পাইকগাছায় নদী থেকে হাত-পা বাঁধা মৃতপ্রায় যুবক উদ্ধার

এ ব্যাপারে তার পরিবার ও এলাকাবাসী ঘটনার তদন্তপূর্বক প্রকৃত জড়িতদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
শিবসা নদী
শিবসা নদী |সংগৃহীত

খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা মৃতপ্রায় রিপন মাখাল (২৪) নামে এক নরসুন্দর (নাপিত) যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলেরা মাছ ধরতে গিয়ে নদীর চরে হাত-পা বাঁধা মৃতপ্রায় অবস্থায় তাকে দেখে থানা পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ ঘটনাস্থল থেকে রিপন মাখালকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।

এ সময় রিপনের হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল। সে পৌরসভার ৭নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের ছেলে।

রিপনের বাবা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সেলুনের ঘর রয়েছে। উদ্ধার হওয়া রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও তার শ্বশুর আগস্টিন সরকারের সাথে ঘর বাঁধাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগেই ছিল। উদ্ধারের সময় রিপনের পরনে গেঞ্জি ও জিন্স প্যান্ট ছিল।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যে কেউ হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়।

এ ব্যাপারে তার পরিবার ও এলাকাবাসী ঘটনার তদন্তপূর্বক প্রকৃত জড়িতদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরাপদ জানান, তিনি এখন আশঙ্কামুক্ত। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এখনো তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ না দিলেও পুলিশ ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছে।