পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইলাশপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ শুনে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে পূর্বধলা থানা পুলিশকে খবর দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে।