মুক্তাগাছায় ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মুক্তাগাছায় শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আনোয়ারুলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
মুক্তাগাছায় ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন
মুক্তাগাছায় ধর্ষকের গ্রেফতার দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মুক্তাগাছায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আনোয়ারুলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ভূক্তভোগী পরিবার, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বানিয়াকাজী গ্রাম থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলসহ বেলা ২টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষকের গ্রেফতারের দাবি জানান এবং গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন।

এসময় মুক্তাগাছার থানার ওসি কামাল হোসেন অবরোধ স্থলে এসে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বানিয়াকাজী গ্রামের ভ্যানচালক বাবার একমাত্র মা হারা ৮ বছরের শিশু মেয়েকে গত সোমবার (২১ এপ্রিল) রাতে প্রতিবেশী দাদা আনোয়ারুল ইসলাম (৫৫) শিশুর বাড়িতে গিয়ে অন্ধকারে ধর্ষণের চেষ্টা করে।

এঘটনা শিশুটি তার দাদীকে জানায়। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে শালিস বসে। শালিস না মেনে শিশুর বাবা মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করতে টালবাহানা করে। পরে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও শিক্ষার্থীরা রোববার দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।