খাগড়াছড়িতে দুবৃর্ত্তদের হামলায় যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

ময়নাল হোসেনের দুই হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া নাক ও কানে গুরুতর জখম রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
পানছড়ি থানা
পানছড়ি থানা |সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুলিশের তালিকাভুক্ত এক ডজন মামলার আসামি ময়নাল হোসেন ভুট্টো (৩৫) নামে এক যুবককে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দমদম এলাকায় এ ঘটনা ঘটে।

ময়নাল হোসেন ভুট্টো দমদম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, পুর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

জানা গেছে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ময়নালের স্ত্রী জানান, সন্ধ্যার আগে তিনি ঘাস কাটতে বাড়ি থেকে কিছু দূরে গেলে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। তিনি দাবি করছেন পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি বলেন, ময়নাল হোসেনের দুই হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া নাক ও কানে গুরুতর জখম রয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসীম উদ্দিন জানান, ময়নাল হোসেন ভুট্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অভিযোগে পানছড়ি থানায় ১২টি মামলা রয়েছে। তবে কবজি কেটে ফেলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।