ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছে শত শত ছাত্র-জনতা।
এতে ঢাকা-সিরাজগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক বেলা ২টা থেকে কার্যত অচল হয়ে পড়ে। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় চার ঘণ্টা ধরে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে টঙ্গী কলেজ গেটের বাসস্ট্যান্ড এলাকায় শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন সাধারণ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে সাধারণ ছাত্ররা টঙ্গী কলেজ গেট বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হয়ে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। সময়ের সাথে সাথে সমাবেশের কলেবর বাড়তে থাকে। পরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে যোগ দিলে একপর্যায়ে পুরো মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।
এ সময় দীর্ঘ চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্ররা সাড়ে ৫টার দিকে সড়ক থেকে সরে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং পুরো বিষয়টি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’



