নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের

বুধবার (২৭ আগস্ট) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সিঁড়িতে অবশিষ্ট ময়লা আবর্জনা এবং অপরিচ্ছন্ন ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন অভিযান লক্ষ করা গেছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
হাসপাতাল কর্তৃপক্ষের পরিচ্ছন্ন অভিযান
হাসপাতাল কর্তৃপক্ষের পরিচ্ছন্ন অভিযান |নয়া দিগন্ত

‘দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ময়লার ভাগাড়-স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ভর্তিকৃত রোগীরা’ শিরোনামে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সিঁড়িতে অবশিষ্ট ময়লা আবর্জনা এবং অপরিচ্ছন্ন ডাস্টবিনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন অভিযান লক্ষ করা গেছে।

এর আগে, বুধবার নয়া দিগন্ত পত্রিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় যে, শয্যা সংখ্যা বাড়লেও সুযোগ-সুবিধা বাড়েনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ময়লা-আবর্জনার দুর্গন্ধ বিপাকে ফেলছে রোগী, স্বজন ও দর্শনার্থীদের। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর এবং বাইরের ডাস্টবিনে দীর্ঘ দিনের জমে থাকা আবর্জনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও দর্শনার্থীরা।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের দু’তলা ভবনে থাকা প্লাস্টিকের ডাস্টবিনের চারপাশে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পরায় দুর্গন্ধ ছড়াচ্ছে। নতুন ভবন আর পুরাতন ভবন, দু’ভবনের মাঝখানের ডাস্টবিন পরিচ্ছন্ন না হওয়ায় দীর্ঘ দিনের জমে থাকা আবর্জনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ থেকে দুর্গন্ধ ছড়িয়ে হাসপাতালসহ আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে।

ওয়ার্ড ও জানালার পাশে জমে আছে পলিথিন, পরিত্যক্ত খাবার, ব্যবহৃত সিরিঞ্জসহ নানান আবর্জনা। এসব ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় রোগী, স্বজন ও নার্সরাই জানালা দিয়ে বাইরে ফেলছেন, ফলে নিচে তৈরি হয়েছে ময়লার ভাগাড় ইত্যাদি উল্লেখ করা হয়।

নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর থেকে ওই দিন বিকেলেই দেখা যায় পরিচ্ছন্ন অভিযান।