সিলেটে অপহরণের পর বিবস্ত্র করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ২

রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার অপহরণকারীরা
গ্রেফতার অপহরণকারীরা |নয়া দিগন্ত

সিলেটে এক ব্যক্তিকে অপহরণের পর বিবস্ত্র করে শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১০টায় র‌্যাবের একটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হচ্ছেন ভার্থখলা এলাকার নাজমুল হোসেনের ছেলে আহমদ হোসেন মাহিন (৩০) ও শরীয়তপুর জেলার নাড়িয়া থানার হালইসার এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুহেল আহমদ (২৪)।

রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৩০ নভেম্বর দুপুরে ভিকটিম সিলেট কোর্টে একটি মামলায় হাজিরা শেষে বিরতিহীন গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় অপহরণকারীরা কদমতলী ওভার ব্রিজের পূর্ব পার্শ্বে রাস্তার ওপর চলন্ত বাস গতিরোধ করে নোহা গাড়িতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যান। নোহায় তুলে তারা ভিকটিমের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে এবং দুই হাত পিছনের দিকে বেঁধে অজ্ঞাত স্থানে অপহরণ নিয়ে যান। সেখানে অপহরণকারীরা ভিকটিমকে বিবস্ত্র করে শারিরীক নির্যাতন ও বেধড়ক মারপিট করেন। পরে নির্যাতনের ভিডিও ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় ভিকটিম মোবাইল ফোনে তার বড় ভাই ও বোনকে অপহরণকারীদেরকে আট লাখ টাকা মুক্তিপণ দেয়ার জন্য বলেন। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় তাকে বাঁচানোর জন্য দাবিকৃত আট লাখ টাকার মধ্যে পৃথকভাবে পাঁচ লাখ টাকা ও তিন লাখ টাকা অপহরণকারী চক্রকে প্রদান করেন।

এরপর অপহরণকারী গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় ভিকটিমকে তার পিতা ও বোনের কাছে বুঝিয়ে দেয়।

এ ঘটনায় কানাইঘাট থানাধীন সোনারখেওড় এলাকার বাসিন্দা, ভিকটিম নিজেই বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছেন।