দাগনভূঞায় জুলাই শহীদদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা

এ সময় বক্তারা হাসিনা বিরোধী আন্দোলনে নিহত এ এলাকার বাসিন্দা এয়াকুব আলী সবুজ ও মো: শিপন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
জুলাই শহীদদের জন্য দোয়া
জুলাই শহীদদের জন্য দোয়া |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা শুক্রবার (৪ জুলাই) বিকেলে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রাজাপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের সদস্য সচিব মনছুর ভুঞা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান।

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সফি উল্লাহর সভাপতিত্বে যুবদল নেতা জহির উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলা উদ্দিন, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান, বিএনপি নেতা মো: এয়াকুব, নবী কন্ট্রাকটার, মো: শামসুদ্দিন, তজু মেম্বার, মাস্টার আবদুল মান্নান, মো: হারুন, শাহাদাত হোসেন, যুবদল নেতা ওমর ফারুক, কামাল উদ্দিন, আরিফুর রহমান, আলমগীর হোসেন, মো: উজ্জ্বল, ইলিয়াস হোসেন, জসিম উদ্দিন, মঞ্জুর আহমদ,আবুল কালাম, বেলাল হোসেন, শাহাদাত হোসেন, নাসির উদ্দিন, ছালাহ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় বক্তারা হাসিনা বিরোধী আন্দোলনে নিহত এ এলাকার বাসিন্দা এয়াকুব আলী সবুজ ও মো: শিপন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ছাড়া ফেনীর মহিপালে ৪ আগস্ট গণহত্যার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।