বেতাগীতে জামায়াতের সুধী সমাবেশ

সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
সুধী সমাবেশে বক্তব্য রাখেন ডা: সুলতান আহমেদ
সুধী সমাবেশে বক্তব্য রাখেন ডা: সুলতান আহমেদ |নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে পৌর অডিটোরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: সুলতান আহমেদ।

সুলতান আহমেদ বলেন, ‘দেশে ন্যায়-নিষ্ঠা ও নৈতিকতার চর্চা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শের বিকল্প নেই। সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে প্রতিটি নাগরিককে ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বরগুনা জেলা নায়েবে আমির মাওলানা মো: আফজালুর রহমান, বরগুনা জেলার সাবেক আমির মাওলানা আবু জাফর মো: সালেহ, জেলা সেক্রেটারি মো: আসাদুজ্জামান আল মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বরগুনা জেলা ছাত্রশিবির সভাপতি এম হাসিবুর রহমান, উপজেলা আমির মাওলানা শহিদুল ইসলাম ও বেতাগী পৌর শাখার সভাপতি আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা তরুণ সমাজকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানান।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।