নুরুল আমিন

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে

বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন ‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে’ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন
চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন |নয়া দিগন্ত

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে’ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও বারইয়ারহাট ট্রাফিক চত্বরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল আমিন বলেন, ‘মনোনয়ন অনেকেই চেয়েছেন তারা সবাই আমাদের সতীর্থ। তাদের প্রতি আমার ভালোবাসা। সকল মান-অভিমান ভুলে আমরা ধানের শীষের লোক হিসেবে ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা ছিল প্রতিদ্বন্দ্বী ছিল, আজকের পর থেকে সেটি নেই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করে এই নির্বাচনে মিরসরাই আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেবো।’

তিনি বলেন, ‘বিগত ২০১৮ সালেও আমার দল আমার ওপর আস্থা রেখে নমিনেশন দিয়েছিল। ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা আমাদের ওপর নির্যাতন চালিয়ে নির্বাচন করতে দেয় নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আমাকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করি দুনিয়া ও আখিরাতের কল্যাণে যেন এই নির্বাচনে বিজয় লাভ করি। আমি জনগণের কাছে, নেতাকর্মীদের কাছে এই দোয়া চাই।’

এদিন বিকেল ৩টার দিকে মিরসরাই পৌরসদরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, ক্রীড়া সংগঠক লায়ন আবু তাহেরসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতারা।

একইদিন বিকেল ৪টার দিকে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম লিটন ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতারা বক্তব্য রাখেন।

পথসভায় নেতাকর্মীরা জানান, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নুরুল আমিনকে মনোনয়ন দেয়ায় আমাদের স্থানীয় নেতাদের মধ্যে প্রাণসঞ্চার হয়েছে। আমরা শুধু এখন একটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আর সেটিও গণমানুষের বিপুল ভোটের মাধ্যমে প্রমাণ করবো।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করার মাত্র তিন মাসের ব্যবধানে চট্টগ্রাম-১ আসন, মিরসরাইয়ে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।