দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কাপ সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির
দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কাপ সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।

দোয়ারাবাজার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আজিজুর রহমান রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা অফিস ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ইন্টারন্যাশনাল রিলেশন্স মাস্টার্স-জিয়ামি ইউনিভার্সিটি চায়না এর শিক্ষার্থী মাহবুবুল হাসান।

ইসলামী ছাত্রশিবির কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা শিবিরের সাবেক সভাপতি হাফিজ বিল্লাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মেরাজুল হক শাহিন,সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মারুফ, সাহিত্য সম্পাদক সাইফুল্লাহ মানসুর,মাদ্রাসা সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।