‘আওয়ামী লীগের জমিদারীর দিন শেষ’ জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘লুটেরা দুর্নীতিবাজ, অসভ্যদের দল, ছাত্র জনতার গণআন্দোলন, গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা চল্লিশ মিনিট সময়ও পায়নি, যে দলের নেতা পাতিনেতা সবাই জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে চলে যায়, পালিয়ে যায়, সেই গণহত্যাকারী পলায়নকারীদের জন্য বৃথা মায়াকান্না করে কোনো লাভ নেই। আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।’
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘আল্লাহর বিচারই শেষ বিচার, বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছিল, তিনি সুস্থ শরীরে পায়ে হেটে জেলখানায় গিয়েছিলেন, তাকে অমানবিক নির্যাতন, নিপীড়ন করা হয়েছিল, তিনি এমন অসুস্থ হয়ে পড়েছিলেন, হুইলচেয়ারে বসে বের হয়েছিলেন। বেগম খালেদা জিয়া শত নির্যাতন নিপীড়নেও আপোষ করেননি, তিনি বীরের বেশেই জেল থেকে মুক্তি পেয়ে রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নিতে গেছেন।’
তিনি কাজিপুর বাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ৫০ বছর আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারেননি, ভোট দিতে পারেননি, আপনাদের সকল অধিকার হরণ করা হয়েছিল, এখানে আওয়ামী লীগের জমিদারী ছিলো, আওয়ামী লীগ ছাড়া অন্য দল কাজিপুরে নিষিদ্ধ ছিলো, ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে,এখন আর আপনাদের কোনো ভয় নেই, আগামীতে যখন নির্বাচন হবে, আপনারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।‘
জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভয় পান কেন, নির্বাচন দিলেই বিএনপির বিপুল জনপ্রিয়তা বুঝতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের লুটেরাদের হাতে কালো টাকা রয়েছে, তারা কালো টাকা দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়, কিন্ত সংগ্রামী জনগণ সদাজাগ্রত রয়েছে, তারা গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দিবে না।’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরো বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।