সীতাকুণ্ডে আগুনে পুড়ে যাওয়া জলদাসের ঘর নির্মাণ করে দিলো জামায়াত

সম্প্রতি ঘরটি আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে বসে রাম জলদাশ। নতুন একটি ঘর বাঁধার সামর্থ না থাকায় পরিবার নিয়ে খোলা আকাশে নিচে দিন যাপন করছিলেন তিনি।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
রাম জলদাসের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে
রাম জলদাসের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরের জেলেপাড়ায় আগুনে পুড়ে যাওয়া রাম জলদাসের ঘর তৈরি করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্প্রতি ঘরটি আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে বসে রাম জলদাশ। নতুন একটি ঘর বাঁধার সামর্থ না থাকায় পরিবার নিয়ে খোলা আকাশে নিচে দিন যাপন করছিলেন তিনি।

এ খবর জানতে পেরে স্থানীয় মুরাদপুর ইউনিয়ন জামায়াতের অর্থায়নে একটি ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। প্রায় অর্ধ লাখ টাকা ব্যয়ে ঘরের কাজটি সম্পন্ন হলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাম জলদাসের কাছে ঘরের ছাবি হস্তান্তর করা হয়।

মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোর্শেদের সঞ্চালনায় চাবি হস্তান্তর-পূর্ব এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা সদস্য সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দসহ জেলেপাড়ার প্রায় শতাধিক নারী-পুরুষ এতে উপস্থিত ছিলেন।