নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আনোয়ার হোসেন বলেছেন, ‘সিঙ্গাপুর বানানোর স্বপ্ন নয়, আমরা নির্বাচনে বিজয়ী হয়ে একটি বাংলাদেশ গড়তে চাই। দেশের মানুষ এখন আর মুখরোচক উন্নয়নের স্লোগানে বিশ্বাস করে না। তারা চায় ন্যায়বিচার, নিরাপত্তা, কর্মসংস্থান ও সৎ নেতৃত্ব। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের ভোটে বিজয়ী হতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গড়ার মাধ্যমে সত্যিকার অর্থে সোনার বাংলা প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।‘
রোববার (৭ ডিসেম্বর) শহরের অক্টো অফিস এলাকায় বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, ‘বারবার উন্নয়নের নামে লুটপাট হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করা হয়েছে। এবার সেই রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে। জনগণের শক্তিতেই ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আজ দেশের মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। এ সঙ্কট থেকে উত্তরণে প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মামুনুর রশিদ, মেজবাহ উদ্দিন, মামুন, খোরশেদ ও জহির প্রমুখ।



